Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২

নজরকাড়া লুকে কেয়া পায়েল


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক ডিসেম্বর ২০, ২০২৫, ০৩:১৫ পিএম নজরকাড়া লুকে কেয়া পায়েল

বর্তমান সময়ের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। খুব অল্প সময়েই নিজের সাবলীল অভিনয় আর গ্ল্যামার দিয়ে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও এই অভিনেত্রীর উপস্থিতি সরব। প্রায়ই নতুন নতুন লুকে ধরা দিয়ে ভক্তদের চমকে দেন তিনি। 
গত শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন কেয়া পায়েল। দেখা গেছে, অভিনেত্রী জয়া আহসানের সাথেও একটি ছবিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। তবে অনুরাগীদের বিশেষভাবে নজর কেড়েছেন কেয়া পায়েল। এ সময় অভিনেত্রীকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক লুকে। 
তার পরনে ছিল কালো রঙের ওপর সাদা সুতার নিখুঁত ও ভারী নকশা করা একটি টপস এবং ট্রাউজার। এর ওপর আভিজাত্য বাড়িয়ে দিয়েছে একই নকশার একটি ওভারকোট বা জ্যাকেট।
ছবিগুলো পোস্ট করার পরপরই মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসায় ভাসছেন কেয়া পায়েল। একজন ভক্ত লিখেছেন, ‘জাস্ট ওয়াও!’ অন্য একজন তার অভিনয়ের প্রশংসা করে মন্তব্য করেছেন, ‘আপু তুমি নাটকের জগতের সেরা।’ আবার কেয়ার মিষ্টি হাসির মুগ্ধতা প্রকাশ করে এক ভক্ত লিখেছেন, ‘তোমাকে গালে যে টোল পড়ে ওটা দারুণ লাগে আপু, মাশাআল্লাহ।’

Side banner