মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের বল্লভপুর গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের সদস্যরা।
র্যাব সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৫০ মিনিটের দিকে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের বল্লভপুর গ্রাম থেকে মিনারুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। মিনারুল উপজেলার মোনাখালী গ্রামের বাদল মন্ডলের ছেলে।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ১৯৯ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্য (ফেন্সিডিল) এবং একটি ব্যাটারি চালিত পাখি ভ্যান জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, অভিযুক্ত দীর্ঘদিন এসব মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত।
এ ঘটনায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৪(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
র্যাব আরও জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।








































আপনার মতামত লিখুন :