Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২

বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১৯, ২০২৫, ০৩:০৪ পিএম বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান

আগামী ১৫ জানুয়ারি শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তার আগে জিম্বাবুয়েতে আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের সেমিফাইনালে নামার আগের দিন এই দুটি প্রতিযোগিতার জন্য স্কোয়াড ঘোষণা করেছে তারা।
ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপে পাকিস্তানের যুব দলকে নেতৃত্ব দিবেন ফারহান ইউসুফ। ২৫ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি হবে তিন জাতির সিরিজ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তারা এই সিরিজ খেলবে। দুটো প্রতিযোগিতাই হবে ৫০ ওভারের ফরম্যাটে।
বর্তমানে এশিয়া কাপে খেলা দল থেকে একটি পরিবর্তন এনে দল ঘোষণা করেছে পাকিস্তান। বাঁহাতি স্পিনার মোহাম্মদ হুজাইফার স্থলাভিষিক্ত হয়েছেন ডানহাতি ফাস্ট বোলার উমর জাইব।
১৫ জনের স্কোয়াড: ফারহান ইউসুফ (অধিনায়ক), উসমান খান (সহঅধিনায়ক), আব্দুল সুবহান, আহমেদ হুসেইন, আলী হাসান বালোচ, আলী রাজা, দানিয়াল আলী খান, হামজা জাহুর (উইকেটকিপার), হুজাইফা আহসান, মমিন কামার, মোহাম্মদ সাইয়াম, মোহাম্মদ শায়ান (উইকেটকিপার), নিকাব শফিক, সামির মিনহাস ও উমর জাইব।
নন ট্রাভেলিং রিজার্ভ: আব্দুল কাদির, ফারহানউল্লাহ, হাসান খান, ইবতিসাম আজহার ও মোহাম্মদ হুজাইফা।

Side banner