Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
মাহমুদুর রহমান মান্না

জনগণের বাস্তব চাহিদাকে রাষ্ট্রীয় সিদ্ধান্তে রূপান্তর করতে হবে


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৮, ২০২৫, ০৭:৪৮ পিএম জনগণের বাস্তব চাহিদাকে রাষ্ট্রীয় সিদ্ধান্তে রূপান্তর করতে হবে

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আইনশৃঙ্খলা বা আংশিক সংস্কার নয়, জনগণের বাস্তব চাহিদাকে রাষ্ট্রীয় সিদ্ধান্তে রূপান্তর করতে না পারলে জনগণের দুর্ভোগ একই জায়গায় থেকে যাবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক অভিবাসন দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, জনগণের প্রয়োজন ও চাওয়াগুলো জানার পরও সেগুলোকে রাষ্ট্রীয় ক্ষমতায় রূপান্তর করার দায় রাজনৈতিক নেতৃত্ব আজও নিতে পারেনি। জনগণই সকল ক্ষমতার উৎস-এ কথা বারবার বলা হলেও বাস্তবে সেই জনগণের শক্তিকে পরিবর্তনের পথে ব্যবহার করা যাচ্ছে না। জনগণের বড় একটি অংশ আজও জানে না কে নেতা হলে তাদের কল্যাণ হবে, কী ধরনের সরকার তাদের জীবনমান বদলাতে পারে। অথচ সেই জনগণের শক্তির কথা বলেই রাজনীতি পরিচালিত হচ্ছে। 
মান্না বলেন, যারা রাজনৈতিক লড়াইয়ে আছেন, তারা চাইলে এই লড়াই আরও জোরদার করতে পারেন। তবে সেই লড়াই হতে হবে গোছানো ও ধারাবাহিক। বর্তমান সরকারের আমলেও জনগণের অধিকার নিয়ে সুসংগঠিত ক্যাম্পেইন চালানো জরুরি। কিন্তু বাস্তবতা হলো- অনেক মানুষ এমন অবস্থায় আছেন, যাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ বিদেশে নিখোঁজ বা কারাগারে বন্দি। তাদের কাছে আন্দোলন সংগঠিত করার কথা বলা বাস্তবসম্মত নয়।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, আমাদের সামাজিক ও রাজনৈতিক সংস্কৃতির যে সংকট, তার কেন্দ্রবিন্দু রাজনীতি। রাজনীতির ধারা পরিবর্তন না হলে সমাজের অন্য কোনো পরিবর্তন টেকসই হবে না। তিনি বলেন, এখনকার রাজনীতি মানুষের জীবনের বাস্তব সমস্যার সঙ্গে সংযুক্ত নয়।
প্রবাসীর ডাকের প্রধান সমন্বয়ক মো. মঞ্জুর হোসেন ঈশার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, মৎসজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, বাস্তহারা কমিটির সিনিয়র সহসভাপতি সাবেক সচিব ড. আনিস আউয়াল, মানবাধিকার কর্মী মনিরুল ইসলাম মনির, আবদুর রহিম প্রমুখ।

Side banner