ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জগন্নাথপুর আধুনিক অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান, বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লা আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাকিম বিল্লাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাদিরুজ্জামান, হিসাব রক্ষণ কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক, সমাজসেবা কর্মকর্তা জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম মাস্টারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনরা।
অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের ফুল ও সম্মাননা প্রদান করা হয়।








































আপনার মতামত লিখুন :