Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

বাঞ্ছারামপুরে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান


দৈনিক পরিবার | ফজলে রাব্বি রিফাত ডিসেম্বর ৯, ২০২৫, ০৬:৫৫ পিএম বাঞ্ছারামপুরে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মহাসমারোহে উদযাপিত হলো বেগম রোকেয়া দিবস ২০২৫। এ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা পাঁচজন অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা পাওয়া নারীরা হলেন ডা. আনিকা তাবাসসুম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য (চর ছয়ানী)। রেজিয়া বেগম, সফল জননী হিসেবে (চর ছয়ানী), মাজেদা খাতুন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী (বাহেরচর), ফজিলাতুন্নেছা, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য (আইয়ুবপুর) এবং রহিমা, নির্যাতনের দুঃস্বপ্ন ভুলে সফল জীবন গড়া সাহসী নারী ও রিকশাচালক (বাঁশগাড়ি)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুস্তাহীন বিল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম ফারুক, বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একাডেমিক প্রধান ও চীফ ইন্সট্রাক্টর প্রকৌশলী মো: আমান উল্লাহ।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
নারীর অগ্রযাত্রা ও ক্ষমতায়নে এ আয়োজন ছিল এক অনুপ্রেরণামূলক। 

Side banner