“নারী ও কন্যা সন্তানের প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচজন অদম্য নারীকে প্রদান করা হয়েছে ‘অদম্য নারী সম্মাননা’।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন কুমার দে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডাক্তার মো. নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইসতিয়াক ভূঁইয়া, জাতীয় মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়া পরিচালক তানিয়া আক্তার, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক (অ.দা.) নিরূপা ভৌমিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংগঠক ও আমন্ত্রিত অতিথিরা।
এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচজন মহীয়সী নারীকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। তারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বাসিন্দা নাইমা রহমান, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সরাইলের বাসিন্দা ডাঃ মোছা. জান্নাতুল মাওয়া, সফল জননী ব্রাহ্মণবাড়িয়া সদরের বাসিন্দা বিলকিস বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান বাঞ্ছারামপুরের বাসিন্দা ফজিলাতুন নেছা, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বাসিন্দা সাবিনা আক্তার।
সংবর্ধনা গ্রহণকারী নারীরা বলেন, শত বাধা পেরিয়ে আজকের এই অবস্থানে পৌঁছেছি। এ সম্মাননা আমাদের শক্তি, সাহস ও নতুন প্রেরণার উৎস হবে।








































আপনার মতামত লিখুন :