জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী খাগড়িয়া কালিমাতার মন্দির প্রাঙ্গনে ঐতিহ্যবাহী ২০০ বছরের খাগড়িয়া উৎসব পালিত হয়েছে।
খাগড়িয়া কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদ সূত্রে জানা গেছে, প্রতিবছর উপজেলার মহাদান ইউনিয়নের খাগুড়িয়া এলাকায় খাগড়িয়া কালিমাতার মন্দির অবস্থিত। অগ্রহায়ণ মাসের শেষ শনিবার এ বাৎসরিক খাগড়িয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবছরের ন্যায় গতকাল শনিবার সকাল থেকে ২০০ বছরের ঐতিহ্যবাহী খাগড়িয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উৎসবে জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ঢাকা সহ বিভিন্ন জেলার সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্দের সমাগম ঘটে।
অনুষ্ঠান মেলার মধ্যে ছিল কাশর ঘন্টা, পূজা অর্চনা, ভোগ ও প্রসাদ বিতরণ ও আলোচনা সভা। উৎসব উপলক্ষে মন্দির এলাকায় বিশাল মেলাও বসে।
বিকেলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়িয়া কালিমাতার মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি রমেশ চন্দ্র সূত্রধর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি ফয়জুল কবির তালুকদার শাহিন। আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, উপজেলা পূজা উদযাপন ফন্টের আহবায়ক মহাদেব সাহা, সদস্য সচিব শঙ্কর লাল রায় প্রমুখ।
মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি রমেশ চন্দ্র সূত্রধর বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও আগুড়িয়া উৎসব পালিত হয়েছে। উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্দের সমাগম ঘটে।








































আপনার মতামত লিখুন :