অভিনেতা, প্রযোজক এবং পরিচালক মঞ্জুর হোসেন। ১৯৬০ সালে এহতেশাম পরিচালিত “রাজধানীর বুকে” ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষিক্ত হন তিনি। তারপর থেকে মৃত্যুর আগে পর্যন্ত জড়িয়ে ছিলেন চলচ্চিত্র শিল্পের সুখে দুখে। অভিনয় করেছেন অগণিত ছবিতে। পাশাপাশি অভিনয় করেছেন রেডিও এবং টেলিভিশন নাটকে।
মঞ্জুর হোসেন অভিনীত প্রথম সিনেমা ‘রাজধানীর বুকে’। এরপর তিনি ‘হারানো দিন’, ‘পয়সে’, ‘ধারাপাত’, ‘সাত রং’, ‘তালাশ’, ‘শীত বিকেল’, ‘বন্ধন’, ‘মিলন’, ‘কাজল’, ‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘কাঞ্চন মালা’, ‘ছোট সাহেব’, ‘বাজানা’, ‘রূপবান’, ‘নয়ন তারা’, ‘তুম মেরে হো’, ‘কুলি’, ‘মুক্তি’, ‘সংসার’, ‘নোলক’, ‘শাহজাদী গুলবাহার’সহ আরো অনেক সিনেমায় অভিনয় করেন।
তিনি একজন প্রযোজক এবং পরিচালক। “সমাপ্তি’ আর “দুটি মন দুটি আশা” নামে দুটি ছবি প্রযোজনা ও পরিচালনা করেছেন। ২০১৮ সালের ৭ ডিসেম্বর প্রয়াত হন মঞ্জুর হোসেন।








































আপনার মতামত লিখুন :