Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

চিরকুট লিখে হাসপাতালে ফেলে যাওয়া শিশু পেল মা-বাবা  


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ডিসেম্বর ৭, ২০২৫, ১০:৩৮ পিএম চিরকুট লিখে হাসপাতালে ফেলে যাওয়া শিশু পেল মা-বাবা  

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নবজাতককে ফেলে যান নানা-নানি পরিচয় দেওয়া এক দম্পতি। পরে শিশুটিকে নিয়ে বিপাকে পড়ে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এবার শিশুটির দায়িত্ব নিয়েছেন এক দম্পতি। রবিবার (৭ ডিসেম্বর) দিনাজপুর সদরের অরবিন্দ শিশু হাসপাতালে শিশুটিকে এক দম্পতির কাছে হস্তান্তর করা হয়। 
জানা যায়, গত ১৬ নভেম্বর শিশুটিকে একটি ব্যাগে বৃদ্ধ দম্পতি দিনাজপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। কিছুক্ষণ পর তারা শিশুটির মাকে ডাকার কথা বলে চলে যান। আর ফিরে আসেননি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটির সঙ্গে একটি চিরকুট পায়। তাতে লেখা ছিল- ‘আমি একজন হতোভাগী। পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্ম তারিখ ৪-১১-২০২৫, রোজ-মঙ্গলবার। এগুলো সব বাচ্চার ওষুধ। আমি মুসলমান জাতির মেয়ে।’ 
পরে হাসপাতাল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অরবিন্দ শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে সুচিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতাল থেকে চিঠি দেওয়া হয়। পরে তারা শিশুটিকে সুস্থ করে তোলে। পরে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভায় শিশুটিকে লালনপালন ও পরিচর্যাকারীর জন্য ঘোষণা দেওয়া হয়। এতে আজকে যাচাই বাছাই শেষে নওগাঁ উপজেলার এনায়েতপুর (শান্তাহার) এলাকার এক নিঃসন্তান দম্পতির কাছে শিশুটিকে হস্তান্তর করা হয়েছে। 
এ বিষয়ে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম বলেন, এই শিশুটিকে হাসপাতালে ভর্তি করে এক দম্পতি আর ফিরে আসেনি। এতে শিশুটিকে অরবিন্দ শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। পরে সকলের সিদ্ধান্ত অনুযায়ী আজকে এক দম্পতিকে শিশুটির দায়িত্ব দেওয়া হয়েছে। 
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব গোলাম আজম ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম, অরবিন্দ শিশু হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি আব্দুস সামাদ, সহসভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মো. শামীম কবিরসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Side banner