Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

টেলর সুইফটের রাজকীয় বিয়েতে কত খরচ হতে পারে?


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক ডিসেম্বর ১৩, ২০২৫, ০১:৪২ পিএম টেলর সুইফটের রাজকীয় বিয়েতে কত খরচ হতে পারে?

বিশ্বের অন্যতম জনপ্রিয় গায়িকা টেলর সুইফট এবং ফুটবল তারকা ট্রাভিস কেলসির বাগদানের খবরে আগেই শোরগোল পড়েছিল সামাজিক মাধ্যমে। এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই তারকা দম্পতি তাদের বিয়ের ভেন্যু ও তারিখ চূড়ান্ত করেছেন। ২০২৬ সালের ১৩ জুন আটলান্টিক মহাসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ‘ওশান হাউস’ হোটেলে বসতে যাচ্ছে তাদের বিয়ের রাজকীয় আসর। 
কত খরচ হতে পারে এই বিয়েতে? বিলিয়নিয়ার গায়িকা টেলর সুইফটের বিয়ের জাঁকজমক যেমন হবে, তেমনই হবে এর ব্যয়। ওশান হাউসের নিজস্ব তথ্য অনুযায়ী, সেখানে অতিথিদের থাকার জন্য রুম প্রতি খরচ হয় ৬০০ থেকে ৭৫৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২ হাজার থেকে ৯০ হাজার টাকা)।
বিয়েতে আপ্যায়নের জন্য এই ভেন্যুর বিভিন্ন অংশ ব্যবহারের আলাদা খরচ রয়েছে। যেমন— বড় অনুষ্ঠানের জন্য ‘ইস্ট লন’ এর ভাড়া সাড়ে ৩ হাজার ডলার (প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা)। সমুদ্র সৈকতে বা ‘বিচ’ ভেন্যুর ভাড়া রাখা হয়েছে ১৫ হাজার ডলার (প্রায় ১৮ লাখ টাকা)।
এছাড়া ১৫০ জন ধারণক্ষমতার ‘সাউথ লন’ ভেন্যুটির ভাড়া ঋতুভেদে সাড়ে ৫ হাজার থেকে সাড়ে ৬ হাজার ডলার (সাড়ে ৬ লাখ থেকে পৌনে ৮ লাখ টাকা) পর্যন্ত হতে পারে।
খাবার বা ডিনারের খরচও বেশ চড়া। জনপ্রতি প্লেটের খরচ পড়বে ৩৩৫ থেকে ৫৬৫ ডলার (প্রায় ৪০ হাজার থেকে ৬৮ হাজার টাকা)। এছাড়া আমন্ত্রিত অতিথিদের বিনোদনের জন্য থাকছে ব্যক্তিগত বোট ও ইয়ট ক্রুজ, স্পা, ইয়োগা এবং ক্যাবানার মতো বিলাসবহুল সুবিধা।
কেন এই ভেন্যু? শুরুতে টেলর সুইফটের নিজস্ব ম্যানশন ‘ওয়াচ হিল’-এ বিয়ের কথা থাকলেও বিশাল গেস্ট লিস্টের কারণে সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। ট্রাভিস কেলসির এনএফএল সতীর্থ এবং টেলরের বন্ধু সেলেনা গোমেজ ও এড শিরানের মতো মহাতারকাদের উপস্থিতিতে অতিথিদের তালিকা দীর্ঘ হওয়ায় ওশান হাউসকেই চূড়ান্ত করা হয়েছে।
টাকা দিয়ে বুকিং নিশ্চিত করার গুঞ্জন জানা গেছে, নির্ধারিত তারিখটিতে ভেন্যুটি আগে থেকেই অন্য একজনের নামে বুকিং ছিল। তবে নিজের ১.৬ বিলিয়ন ডলারের সাম্রাজ্য থেকে বড় অঙ্কের অর্থ দিয়ে সেই বুকিং নিজের করে নিয়েছেন টেলর। যদিও ওশান হাউস কর্তৃপক্ষ জানায়নি, ঠিক কত টাকায় চুক্তিটি হয়েছে; কারণ তারা গ্রাহকদের গোপনীয়তা ও প্রতিশ্রুতির বিষয়ে কঠোর।
পারিবারিক আবহে ঘরোয়া সাজে বিয়ের গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত ট্রাভিস ও টেলরের এই বিয়ে একটি মহোৎসবে রূপ নিতে যাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। 
তবে সংশ্লিষ্টরা ধারণা করছেন, বিয়ের ভেন্যু ভাড়া, খাবার, এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে টেলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়েতে মোট আনুমানিক খরচ বিপুল অঙ্কের হতে পারে। যদি অতিথি সংখ্যা কমপক্ষে ২০০ জন ধরা হয়, তবে শুধুমাত্র মূল ভেন্যু এবং খাবারের পেছনেই একটি বড় অর্থ ব্যয় হবে। ২০০ জন অতিথির জন্য শুধু ডিনারের বিলই পড়বে ৬৭ হাজার থেকে ১ লাখ ১৩ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ লাখ ৪০ হাজার থেকে ১ কোটি ৩৫ লাখ টাকা)। এর সঙ্গে, ২০০-২৫০ জনের উপযোগী ‘ইস্ট লন’ বা ‘বিচ’ ভেন্যুটি ব্যবহার করা হলে ভাড়াবাবদ যোগ হবে ৩,৫০০ ডলার থেকে ১৫,০০০ ডলার (প্রায় ৪ লাখ ২০ হাজার থেকে ১৮ লাখ টাকা)। এই প্রধান দুটি খরচের পাশাপাশি গেস্টদের থাকার জন্য কক্ষের ভাড়া, ব্যক্তিগত বোট ক্রুজ, স্পা ও অন্যান্য বিনোদনের বিলাসবহুল সুবিধা এবং ইভেন্ট ম্যানেজমেন্ট, সাজসজ্জা ও অন্যান্য পরিষেবার খরচ যুক্ত করলে বিয়ের মোট ব্যয় সহজেই কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা যায়।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

Side banner