Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২

রাজশাহী-২ আসনে মিনুর মনোনয়নপত্র সংগ্রহ


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৫, ২০২৫, ০৭:২৬ পিএম রাজশাহী-২ আসনে মিনুর মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মিনুর পক্ষে দলীয় নেতাকর্মীরা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। 
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নগর বিএনপির নেতাকর্মীরা মিনুর পক্ষে মনোনয়ন ফরম (ফরম-১) সংগ্রহ করেন। এ সময় সিনিয়র জেলা নির্বাচনী কর্মকর্তার কাছে তারা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। 
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মনোনয়নপত্র ও সংশ্লিষ্ট প্রয়োজনীয় সামগ্রী ইতোমধ্যে নির্বাচন অফিসে পৌঁছেছে। মনোনয়নপত্র বিতরণের জন্য পৃথক রেজিস্ট্রার সংরক্ষণ করা হচ্ছে।
বিএনপি নেতারা জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এর আগেই যে কোনো দিনে ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রার্থী নিজে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করবেন।
এ বিষয়ে রাজশাহীর অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান বলেন, রাজশাহী-২ আসন থেকে মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।

Side banner