জুলাই গণঅভ্যুত্থানের সময় কুমিল্লার দাউদকান্দিতে হত্যাকাণ্ডের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি তাকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের বাকি দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ট্রাইব্যুনালে আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। মানবতাবিরোধী অপরাধের দায়ে দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের প্রোডাকশন ওয়ারেন্ট চান তিনি। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি হাজির করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন আদালত।
প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট দাউদকান্দিতে নিরস্ত্র আন্দোলনকারী মো. রিফাত হোসেন ও মো. বাবুকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া আরও অনেকে আহত হন। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে তৎকালীন উপজেলা চেয়ারম্যান সুমনের বিরুদ্ধে। তিনি আওয়ামী লীগের সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছেলে। এরই পরিপ্রেক্ষিতে এই এমপিপুত্রকে হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
উল্লেখ্য, দাউদকান্দি মডেল থানায় হওয়া দুটি মামলায় চলতি বছরের ৬ অক্টোবর গ্রেপ্তার হন মোহাম্মদ আলী সুমন। বর্তমানে কুমিল্লা জেলা কারাগারে রয়েছেন তিনি।








































আপনার মতামত লিখুন :