ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি অবৈধ গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে বাঞ্ছারামপুর থানাধীন পৌরসভাস্থ আছাদনগর থেকে কাঁটাখালী সড়কের নূর মোহাম্মদের সিমেন্ট গোডাউনের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার এসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মো. নাজির ওরফে নাছির শেখ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ২ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত নাজির শেখের পিতা মৃত আব্দুল মান্নান, মাতা মরজিনা। তার স্থায়ী ঠিকানা হুজুর পাড়া মেইন রোড, আশরাফবাদ, কামরাঙ্গীরচর, ঢাকা। বর্তমানে তিনি নবাবগঞ্জ দৌড়ানির বাড়ি, ২৬ নম্বর ওয়ার্ড, কামরাঙ্গীরচর থানায় বসবাস করছিলেন।
উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।








































আপনার মতামত লিখুন :