Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

নির্বাচনে পোস্টার এলাউ করা হবে না: খুলনার ডিসি


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৯, ২০২৫, ০৮:২৫ পিএম নির্বাচনে পোস্টার এলাউ করা হবে না: খুলনার ডিসি

এবারের নির্বাচনে কোনো পোস্টার এলাউ করা হবে না বলে জানিয়েছেন খুলনার নবাগত জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার। মঙ্গলবার (৯ ডিসেম্বর) খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন। 
জেলা প্রশাসক বলেন, তফসিল ঘোষণা হলে সবকিছু জানানো হবে। সাংবাদিক এবং নাগরিকদের সাহায্য ছাড়া জেলা প্রশাসন এককভাবে কোনো পরিবর্তন আনতে পারে না। দুর্নীতির ঊর্ধ্বে থেকে আমরা দায়িত্ব পালন করতে সর্বদা সচেষ্ট থাকব। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। পরবর্তীতে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, জলমহাল ও খাস-খাল দখলমুক্ত করা হবে। গল্লামারীতে ইতোমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করে যানজট দূর করা সম্ভব হয়েছে। পর্যায়ক্রমে সব স্থানের যানজট দূর করা হবে।
তিনি বলেন, রূপসাঘাটে আমি নিজেসহ টিম যাবে। সেখানে কোনো গাফিলতি বা হয়রানিমূলক কর্মকাণ্ড থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক বলেন, কোনো মাফিয়া বা অবৈধ কাজের সঙ্গে জড়িত এমন কেউ ডিসি অফিসে সুবিধা নিতে পারবে না। মহিলা ক্রীড়া কমপ্লেক্সে মেলা আপনারা না চাইলে হবে না।  
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর, প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীরা।   

Side banner