Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

বিপিএল শুরুর আগে ঢাকায় শোয়েব আখতার


দৈনিক পরিবার | ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ১৪, ২০২৫, ০৫:১৩ পিএম বিপিএল শুরুর আগে ঢাকায় শোয়েব আখতার

বিশ্বের সবচেয়ে গতিময় বোলার শোয়েব আখতার। ক্রিকেট ক্যারিয়ারে বিশ্বব্যাপী তার পরিচিত ছিল গতির কারণে।  এক যুগ হতে চলল খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়েছেন। এবার ভিন্ন পরিচয়ে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের সাবেক এই গতি তারকা। 
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালস দলের মেন্টর হিসেবে কাজ করবেন শোয়েব। গতকাল শনিবার দিবাগত রাতে বাংলাদেশে পা রাখেন পাকিস্তানের সাবেক এই পেসার। তাকে ফুল দিয়ে বরণ করে নেন ফ্র্যাঞ্চাইজি কর্তারা।
শোয়েবকে নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা ক্যাপিটালস বলেছে, ‘নতুন অভিযানের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুশৃঙ্খল ইউনিট গড়ে তুলতে এই ফ্র্যাঞ্চাইজির তৈরি হওয়ার পথে তার অন্তর্ভুক্তি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। মাঠের ভেতরে ও বাইরে দলকে দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শোয়েব আখতারের বিপুল আন্তর্জাতিক অভিজ্ঞতা, জয়ী মানসিকতা ও নেতৃত্ব।’
এবারের বাংলাদেশ সফর অবশ্য বেশি দিনের না। মাত্র দুই দিন ঢাকায় থাকবেন শোয়েব। পরে টুর্নামেন্ট শুরু হলে আবার তিনি আসবেন। ঢাকা ক্যাপিটালস দলের সঙ্গে মেন্টর হিসেবে মাঠেই দায়িত্ব পালন করবেন তিনি।

Side banner