তিন দিনের ম্যাচ শেষে এবার সাদা বলের সিরিজে মাঠে নেমেছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দল এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। আজ রোববার চট্টগ্রামে প্রথম ওয়ানডে ম্যাচে ৭৮ রানের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।
এদিন আগে ব্যাট করে বাংলাদেশ ২৭১ রান সংগ্রহ করে। বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৭ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে। বাংলাদেশের পক্ষে এদিন সেঞ্চুরি হাঁকান অদ্রিত ঘোষ।
২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ রানেই ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। পরে ৭৫ রানে ৫ উইকেট হারালে শ্রীলঙ্কার অর্ধেক ব্যাটসম্যানই সাজঘরে ফিরে যান। সানুল বিরারত্নে আউট হন ৬৫ বলে ৩৪ রান করে। এরপর হিমারু দেশানকে শিকার করেন মোহাম্মদ ইফতেখার। ফলে ১৮২ রানে ৭ উইকেট হারায় শ্রীলঙ্কা। এতে সম্পূর্ণ ৫০ ওভার ব্যাটিং করার পরও শ্রীলঙ্কা ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ১৯৩ রানে। ফলে ৭৮ রানের বড় জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।
এর আগে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। দ্বিতীয় ওভারেই বিদায় নেন ওপেনার জারিফ সিয়াম। দ্বিতীয় উইকেটে ৪৮ রানের জুটি গড়েন অদ্রিত ও মোহাম্মদ নাঈম। তৃতীয় উইকেটে বড় জুটি পায় বাংলাদেশ। এই জুটিতেই বাংলাদেশ ৮৯ রানের জুটি গড়েন অদ্রিত ও আকাশ রায়। তবে আকাশ থিতু হওয়ার পরও ৩৯ রান করেন।
অধিনায়ক রাকিবুল হাসান দ্রুতই আউট হয়ে যান। ১০ বলে ১২ রান করে রান-আউট হন রাকিবুল। দুইটি চার হাঁকান তিনি। ২০ বলে ৩২ রানের ক্যামিও ইনিংস খেলে আউট হন সৌরভ। অদ্রিত শেষ পর্যন্ত ১৩৭ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৭১ রান।








































আপনার মতামত লিখুন :