Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২

মুক্তিযুদ্ধ নিয়ে রচিত কাহিনীর ৯০ ভাগই মিথ্যা: আমির হামজা


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ডিসেম্বর ১৬, ২০২৫, ০৮:১৪ পিএম মুক্তিযুদ্ধ নিয়ে রচিত কাহিনীর ৯০ ভাগই মিথ্যা: আমির হামজা

জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে রচিত কাহিনীর ১০০ ভাগের মধ্যে ৯০ ভাগই মিথ্যা। 
তিনি দাবি করেন, ১৯৭১ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে মিথ্যা প্রচার চালানো হয়েছে। বদরুদ্দীন উমরের লেখা ইতিহাসগ্রন্থে এসব বিষয় উল্লেখ রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
আমির হামজা বলেন, জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, বরং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তবে এতদিন জনগণকে সেই সত্য জানতে দেওয়া হয়নি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া শহর জামায়াতে ইসলামী আয়োজিত বিজয় র‌্যালিতে এসব কথা বলেন আমির হামজা। 
আমির হামজা বলেন, বিজয় র‌্যালির মাধ্যমে তারা দেশের স্বাধীনতার পক্ষে অবস্থানের বার্তা দিতে চান এবং ভারতের প্রভাবমুক্ত একটি স্বাধীনচেতা বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য। আগামীর বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ-এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
তিনি এদেশে জন্ম নেওয়া সবাই সম্মানিত নাগরিক। দলমতনির্বিশেষে সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান এবং অতীতের ইতিহাস টেনে বিভেদ সৃষ্টি না করে নতুন ইতিহাস গড়ার কথা বলেন।
বিজয় র‌্যালিতে অংশ নেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক এবং শহর জামায়াতের আমির এনামুল হক।

Side banner