Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২

কারওয়ান বাজারে আগুন নেভাতে গিয়ে দুই ফায়ার ফাইটার আহত


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৯, ২০২৫, ০২:৪০ পিএম কারওয়ান বাজারে আগুন নেভাতে গিয়ে দুই ফায়ার ফাইটার আহত

রাজধানীর কারওয়ান বাজার প্রথম আলোর অফিসে আগুন নেভানোর সময় বৈদ্যুতিক শক লেগে দুই ফায়ার কর্মী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে মেডিসিন বিভাগে ভর্তি দেন চিকিৎসক। তারা হলেন- মো. আলমগীর হোসেন (৪০) ও মো. শফিউল ইসলাম (৪২)।
তাদের দুজনকে নিয়ে আসা ফায়ার স্টেশন কমান্ডার মিজানুর রহমান জানান, আহত দুই জন মোহাম্মদপুর ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার। কারওয়ান বাজারে প্রথম আলোর অফিসে আগুন নেভাতে গিয়ে পানির লাইন দেওয়ার সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট লেগে তারা অসুস্থ হন। পরে আমরা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মেডিসিন বিভাগে ভর্তি দেন চিকিৎসক।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আগুন নেভাতে গিয়ে দুই ফায়ার ফাইটার বৈদ্যুতিক শর্ট থেকে আহত হন। তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর চিকিৎসক নতুন ভবনের মেডিসিন বিভাগে ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন ।

Side banner