Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২

নতুন নেতৃত্ব পেল বিএইচআরএফ


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ১৯, ২০২৫, ০৭:২৩ পিএম নতুন নেতৃত্ব পেল বিএইচআরএফ

দেশের স্বাস্থ্য খাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) ২০২৬-২৭ সেশনের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। নবনির্বাচিত এই কমিটিতে সভাপতি হয়েছেন প্রতীক ইজাজ (জ্যেষ্ঠ সাংবাদিক) এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো. মোজাহিদুল ইসলাম শুভ (এখন টেলিভিশন)।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সরাসরি ভোটে এ কমিটি গঠিত হয়। সভা শেষে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিএইচআরএফ নির্বাচন-২০২৬-এর চেয়ারম্যান আবুল খায়ের।
এবারের নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জ্যেষ্ঠ সাংবাদিক ও সংগঠনটির সিনিয়র সদস্য মনিরুজ্জামান উজ্জ্বল ও কবির আহমেদ খান। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনী কোর কমিটি আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করে।
নবনির্বাচিত এই কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আয়নাল হোসেন (আজকের পত্রিকা) ও মোহাম্মদ আল আমিন (ডেইলি সান)। এ ছাড়া যুগ্ম সম্পাদক হয়েছেন মাহমুদ কমল (মাছরাঙা টিভি), অর্থ সম্পাদক আজাদুল আদনান (আমার দেশ), সাংগঠনিক সম্পাদক তবিবুর রহমান (সমকাল), দপ্তর সম্পাদক তানভীরুল ইসলাম (ঢাকা পোস্ট) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান (কালবেলা)।
নতুন কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শামিমুজ্জামান চৌধুরী (মোহনা টিভি), বুদ্ধদেব কুণ্ডু (ইন্ডিপেন্ডেন্ট টিভি), তাওসিয়া তাজমিম (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-টিবিএস) এবং নেসার উদ্দিন আহাম্মদ।
এর আগে বিএইচআরএফের সদ্য বিদায়ী সভাপতি রাশেদ রাব্বির সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও সাবেক অর্থ সম্পাদক মো. বায়েজীদ মুন্সী বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন। বিস্তারিত আলোচনার পর সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি নির্বাচিত হয়।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতারা সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, স্বাস্থ্য খাতের জটিলতা, নীতি-সংকট ও জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতা আরও জোরদার করাই নতুন কমিটির প্রধান অগ্রাধিকার। একইসঙ্গে সদস্যদের পেশাগত অধিকার রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং স্বাস্থ্য সাংবাদিকতার মানোন্নয়নে সংগঠনকে আরও সক্রিয় করার অঙ্গীকারও করেন তারা।
বিএইচআরএফ নেতারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি স্বাস্থ্য খাতকেন্দ্রিক সাংবাদিকতায় আরও সংগঠিত, শক্তিশালী ও প্রভাবশালী ভূমিকা রাখতে পারবে।

Side banner