Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

লালমনিরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা


দৈনিক পরিবার | মো. মাসুদ রানা রাশেদ নভেম্বর ১৬, ২০২৫, ০৪:২৪ পিএম লালমনিরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

লালমনিরহাটে “কর্মক্ষেত্রে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা এবং ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি লালমনিরহাটের আয়োজনে এ বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা এবং ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী রাজিব মোঃ নাসের-এর সভাপতিত্বে লালমনিরহাট ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের ব্যবস্থাপক মোঃ লোকমান হোসেন-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্র্যাক ডিসট্রিক্ট কো-অর্ডিনেটর আশরাফুল আলম, লালমনিরহাট ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার সেলিম রেজা, কালীগঞ্জ উপজেলার এরিয়া ম্যানেজার দা.বি. মোঃ সাজেদুল ইসলাম প্রমুখ। এ সময় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক, মাঠকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ডায়াবেটিস প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি, জীবনযাত্রার উন্নয়ন ও চিকিৎসা-পর্যবেক্ষণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
এর আগে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

Side banner