Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৯ পৌষ ১৪৩২

শিল্পী সমিতির নির্বাচনে দাঁড়াচ্ছেন আহমেদ শরীফ


দৈনিক পরিবার | বিনোদন প্রতিবেদক ডিসেম্বর ২৩, ২০২৫, ০৫:৩৬ পিএম শিল্পী সমিতির নির্বাচনে দাঁড়াচ্ছেন আহমেদ শরীফ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই চলচ্চিত্র অঙ্গনে বাড়তি উত্তেজনা। কে নেতৃত্ব দেবেন শিল্পীদের এই গুরুত্বপূর্ণ সংগঠন তা ঘিরে বরাবরই আলোচনায় থাকেন প্রবীণ ও জনপ্রিয় তারকারা। সেই তালিকায় আবারও যুক্ত হলো ঢাকাই সিনেমার বর্ষীয়ান অভিনেতা আহমেদ শরীফের নাম।
আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন এই অভিনেতা। তিনি ইঙ্গিত দিয়েছেন, এবারের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন তিনি।
সোমবার সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আহমেদ শরীফ জানান, ব্যক্তিগত ও পেশাগত কিছু কাজের জন্য তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন। অল্প সময়ের মধ্যেই আবার বিদেশে ফিরতে হলেও নির্বাচনের আগেই দেশে উপস্থিত থাকার পরিকল্পনা রয়েছে তাঁর।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘শিল্পী সমিতির জন্য যারা আন্তরিকভাবে কাজ করতে চান, এমন মানুষদের নিয়েই একটি শক্তিশালী ও কার্যকর প্যানেল গঠন করতে চাই। সংগঠনের স্বার্থই হবে আমাদের মূল লক্ষ্য।’
তবে এখনই সভাপতি পদে নির্বাচন করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। এ বিষয়ে সহকর্মী শিল্পীদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। কয়েক দিনের মধ্যেই নিজের অবস্থান পরিষ্কার করবেন বলে আশা প্রকাশ করেন আহমেদ শরীফ।
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইতিহাসের সঙ্গে আহমেদ শরীফের নাম ওতপ্রোতভাবে জড়িত। তিনি ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক। পরে তিন দফা সাধারণ সম্পাদক এবং চার দফা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Side banner