Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০ পৌষ ১৪৩২
টেকসই শ্রমবাজার

কুয়েতে প্রবাসীদের দক্ষতা ও সচেতনতা বাড়ানোর আহ্বান


দৈনিক পরিবার | প্রবাস ডেস্ক ডিসেম্বর ২৪, ২০২৫, ০৩:২৭ পিএম কুয়েতে প্রবাসীদের দক্ষতা ও সচেতনতা বাড়ানোর আহ্বান

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বাংলাদেশি নাগরিকদের জন্য একটি মর্যাদাপূর্ণ ও টেকসই শ্রমবাজার গড়ে তোলার লক্ষ্যে বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত। সোমবার (২২ ডিসেম্বর) কুয়েতের আবু-হালিফা রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এবং শ্রমবাজারের স্থায়িত্ব নিশ্চিত করতে দক্ষ জনশক্তি রপ্তানি ও স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
প্রেসক্লাব কুয়েতের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় সভায় কুয়েতের বিভিন্ন কমিউনিটি নেতা ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন।
আলোচকরা বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে অদক্ষ শ্রমিকের চেয়ে কারিগরি দক্ষতাসম্পন্ন জনশক্তির চাহিদা বেশি। তাই ভিসা বাণিজ্যের নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে এবং রেমিট্যান্স প্রবাহ সচল রাখতে প্রবাসীদের আরও বেশি সচেতন হতে হবে। এসময় কুয়েতের শ্রম আইন মেনে চলা এবং অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সকল প্রবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন কমিউনিটি নেতা আব্দুল হাই ভুইয়া, আবুল বাশার, সারোয়ার আলম, তৌহিদুল আলম চৌধুরী, মো. কামাল হোসেন এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট সাইফুল ইসলাম।
সাংবাদিক নেতাদের মধ্যে আলোচনায় অংশ নেন মো. হেবজু মিয়া, সাদেক রিপন, আহাদ আম্বিয়া খোকন, আলাল আহমদ ও মোয়াজ্জেম হোসেনসহ আরও অনেকে। বক্তারা প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে গণমাধ্যমের জোরালো ভূমিকার কথাও উল্লেখ করেন।

Side banner