Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১২ পৌষ ১৪৩২

রাজনৈতিক দল জাতীয় মুসলিম জোটের আত্মপ্রকাশ


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৬, ২০২৫, ০২:০৫ পিএম রাজনৈতিক দল জাতীয় মুসলিম জোটের আত্মপ্রকাশ

জুলাই চেতনায় আধিপত্যবাদবিরোধী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে রাজনৈতিক দল জাতীয় মুসলিম জোট।
জোটের দলগুলো হলো- বাংলাদেশ মুসলিম লীগ, গণমুক্তি জোট, নাগরিক অধিকার পার্টি, বাংলাদেশ মুসলিম সমাজ, বাংলাদেশ জাস্টিস পার্টি, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ ও বিএনডিপি। শুক্রবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত  সংবাদ সম্মেলন থেকে এ জোটের বিষয়ে ঘোষণা দেওয়া হয়। 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জোটের প্রধান সমন্বয়কারী কাজী আবুল খায়ের, গণমুক্তি জোটের চেয়ারম্যান শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, নাগরিক অধিকার পার্টির আহ্বায়ক জিয়াউর রহমান, বিএনডিপির চেয়ারম্যান তাজুল ইসলাম লাবু প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল ক্ষমতার পালাবদলের আন্দোলন বা সংগ্রাম ছিল নাম, বরং রাষ্ট্র পরিচালনার নৈতিকতা, দায়বদ্ধতা ও গুণগত পরিবর্তনের দাবি ও জনগণের ভিতর একটি চিন্তার পরিবর্তন ছিল; যা এ দেশে অদৃশ্যভাবে চলতে থাকা গণতন্ত্রের আড়ালে পরিবারতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক শাসনের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছিল। আর এই চিন্তার পরিবর্তন বাস্তবায়িত না হলে দেশের মানুষের গণতান্ত্রিক অগ্রগতি অসম্পূর্ণ থাকবে। জাতীয় মুসলিম জোট বর্তমান বাংলাদেশের সামাজিক বাস্তবতায় বাঙালি ও মুসলিম ও অন্যান্য জাতি সত্তার সংস্কৃতি ও মূল্যবোধের ঐতিহাসিক সমন্বয়কে স্বীকার করে এবং এই সমন্বয়ের ভিত্তিতে জ্ঞান, যুক্তি, ন্যায়, নৈতিকতা, মানবিক মর্যাদা ও সামাজিক ভারসাম্য নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।
বক্তারা আরও বলেন, জাতীয় মুসলিম জোট কোনো নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর স্বার্থ-কেন্দ্রিক রাজনৈতিক সংগঠন নয়। বরং জ্ঞান, যুক্তি, ন্যায়, দায়িত্ববোধ, মানবিক মূল্যবোধ ও নাগরিক মর্যাদাকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করে সকল নাগরিকের সমান ও ন্যায্য প্রতিনিধিত্বে বিশ্বাসী একটি সংগঠন।

Side banner