গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাহরিমা জান্নাত ওরফে সুরভী (২১) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে। বুধবার মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাহরিমা নিজেকে ‘জুলাইযোদ্ধা’ পরিচয় দিতেন।
স্থানীয়রা জানান, এলাকার সেলিম মিয়ার মেয়ে তাহরিমা গতবছরের জুলাইয়ে গণঅভ্যুত্থানের সময় সক্রিয় ছিলেন। পরে ফেসবুকে তিনি নিজেকে ‘জুলাইযোদ্ধা’ হিসেবে পরিচয় দেন। পুলিশ জানিয়েছে, তাহরিমার বিরুদ্ধে মামলা বাণিজ্য, প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে।
সম্প্রতি রাজধানীর গুলশানের এক ব্যবসায়ীর কাছে মামলা দেওয়ার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রের নেতৃত্বে ছিলেন তাহরিমা।
পুলিশ জানায়, তাহরিমা সামাজিক মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করেন। পরে ব্ল্যাকমেইল করে তাদের কাছে টাকা আদায় করতেন। এভাবে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামের এক যুবকের দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলায় চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় ও ব্ল্যাকমেইল করার অভিযোগ আনা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, অভিযান চালিয়ে তাহরিমাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানো হবে।








































আপনার মতামত লিখুন :