জামিন পেয়ে কারাগার থেকে বের হওয়ার সময় লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারীকে জেল গেট থেকে আবার গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ২০২৪ সালের ৪ আগস্ট চার শিক্ষার্থী হত্যা ও পুলিশের ওপর হামলাসহ পৃথক তিনটি মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত বছরের ১৬ সেপ্টেম্বর লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসা থেকে সৈয়দ আহম্মদকে গ্রেফতার করে পুলিশ। ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের ঝুমুর মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় আন্দোলনরতদের ওপর হামলা ও গুলি চালান। এতে চার শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এর মধ্যে নিহত শিক্ষার্থী আফনান পাটওয়ারীর মা নাছিমা আক্তার ও সাব্বির হোসেন রাসেলের বাবা আমির হোসেন ওই বছরের ১৪ আগস্ট সদর মডেল থানায় পৃথক দুটি মামলা করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘উচ্চ আদালত থেকে সৈয়দ আহম্মদ জামিন পেয়েছেন। আজ কারাগার থেকে জামিনে মুক্ত হন। তবে তার বিরুদ্ধে নাশকতার আরও একটি মামলা রয়েছে। এজন্য আবার গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে আবার কারাগারে পাঠানো হয়েছে।’








































আপনার মতামত লিখুন :