Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১২ পৌষ ১৪৩২

চাঁদপুরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৪


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ডিসেম্বর ২৬, ২০২৫, ১২:৫৫ পিএম চাঁদপুরে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ৪

চাঁদপুরের হরিনা এলাকায় মেঘনা নদীতে ঢাকাগামী দুই লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত দুই লঞ্চে থাকা অন্তত ৪ জন নিহত এবং কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান। দুর্ঘটনার পর লঞ্চের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এ ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। মরদেহগুলো সদর ঘাটে আছে বলে নৌ-পুলিশ সূত্র জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, গতকাল বিকেলে ভোলার ঘোষেরহাট ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা করে এমভি জাকির সম্রাট-৩। চাঁদপুরে মেঘনা নদীতে আসার পর ঘন কুয়াশার কারণে ধীর গতিতে চলছিলে লঞ্চটি। এ সময় বরিশালের যাত্রীবাহী লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ এর সাথে সংঘর্ষ হয়। এতে এমভি জাকির সম্রাট লঞ্চের একপাশ দুমড়ে মুচড়ে যায়।

Side banner