যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা কূটনৈতিক ব্যবস্থা কার্যকর করতে শুরু করেছে নাইজার। মার্কিন নাগরিকদের ভিসা প্রদানে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে পশ্চিম আফ্রিকার দেশটি। যুক্তরাষ্ট্র নাইজারের নাগরিকদের ওপর নতুন প্রবেশ-নিষেধাজ্ঞা আরোপ করার প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাইজার নিউজ এজেন্সি (এএনপি) জানায়, নাইজার সব মার্কিন নাগরিককে ভিসা দেওয়া সম্পূর্ণ ও স্থায়ীভাবে বন্ধ করেছে। পাশাপাশি, অনির্দিষ্টকালের জন্য মার্কিন নাগরিকদের নাইজারের ভূখণ্ডে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।
প্রতিবেদনে এক নাইজারীয় কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এই সপ্তাহ থেকেই এসব ব্যবস্থা কার্যকর হতে শুরু করেছে।
ওই কূটনৈতিক সূত্র জানায়, পারস্পরিকতার নীতির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি নাইজারের জাতীয় সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় সংকল্পের প্রতিফলন এবং নিয়ামেয়ের (নাইজারের রাজধানী) পররাষ্ট্রনীতির অবস্থানে একটি পরিবর্তনের ইঙ্গিত দেয়।
কর্মকর্তারা এই পদক্ষেপকে নাইজারীয় নাগরিকদের প্রতি অসম আচরণের বিরুদ্ধে দৃঢ় কিন্তু পরিমিত প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন।
এই পাল্টা পদক্ষেপ এলো গত ১৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত এক ঘোষণার পর। ওই ঘোষণায় যেসব দেশের নাগরিকদের ওপর সম্পূর্ণ বা আংশিক প্রবেশ-নিষেধাজ্ঞা আরোপ করা হবে, সেই তালিকা বাড়িয়ে প্রায় ৪০টি দেশে নেওয়া হয়। ঘোষণাটি অনুযায়ী, এসব ব্যবস্থা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা।
নাইজার সেই দেশগুলোর মধ্যে রয়েছে, যাদের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ প্রকাশ্যে জানায়নি, কোন শর্তে নাইজারীয় নাগরিকরা আবার ভিসা পাওয়ার যোগ্যতা ফিরে পেতে পারেন। তালিকায় নাইজারের অন্তর্ভুক্তি দেশটির ভেতরে উদ্বেগ সৃষ্টি করেছে এবং কূটনৈতিক পর্যায়ে দ্রুত পাল্টা প্রতিক্রিয়া জোরদার করেছে।
তথ্যসূত্র: সামা টিভি








































আপনার মতামত লিখুন :