Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১২ পৌষ ১৪৩২

যারা সংহতি ও সাহস জোগাচ্ছে ভেনেজুয়েলাকে


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক ডিসেম্বর ২৬, ২০২৫, ০৩:৫০ পিএম যারা সংহতি ও সাহস জোগাচ্ছে ভেনেজুয়েলাকে

ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের চাপ চরম পর্যায়ে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিকে ‘সম্পূর্ণ অবরুদ্ধ’ করার ঘোষণা দিয়েছেন এবং একের পর এক তেলবাহী ট্যাংকার জব্দ করছেন। এই পরিস্থিতিতে নিকোলাস মাদুরো সরকারের প্রতি শক্ত সমর্থন ব্যক্ত করেছে রাশিয়া ও চীন। এ ছাড়া আরও যারা মাদুরো সরকারে সমর্থন দিচ্ছে, সেসব মিত্রের কথা এ প্রতিবেদনে উল্লেখ থাকছে।
রাশিয়ার পূর্ণ সমর্থন: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল এক টেলিফোন আলাপে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাশিয়া মাদুরোর নেতৃত্বাধীন ভেনেজুয়েলার সরকার ও জনগণের প্রতি তাদের ‘পূর্ণ সমর্থন ও সংহতি’ পুনর্ব্যক্ত করেছে। লাভরভ ক্যারিবীয় সাগরে ওয়াশিংটনের পদক্ষেপকে ‘আন্তর্জাতিক নৌ-চলাচলের জন্য হুমকিস্বরূপ’ এবং ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন।
চীনের প্রতিশ্রুতি: চীন ভেনেজুয়েলার তেলের প্রধান ক্রেতা এবং দেশটির গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক মিত্র। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে ‘একতরফা ও অবৈধ’ বলে নিন্দা জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেন, অন্য দেশের জাহাজ জব্দ করা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। চীন মাদুরো সরকারের সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেনেজুয়েলার পক্ষে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে বেইজিং।
ইরানের নিঃশর্ত মিত্রতা: ইরান ও ভেনেজুয়েলা উভয়ই মার্কিন নিষেধাজ্ঞার শিকার হওয়ায় তাদের মধ্যে গভীর মিত্রতা গড়ে উঠেছে। ২০২৪ ও ২০২৫ সালে ইরান বেশ কয়েকবার ভেনেজুয়েলায় তেল ও কারিগরি সহায়তা পাঠিয়েছে। ২০২৪ সালের আগস্টে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মাদুরোকে ফোন করে ‘নিঃশর্ত সমর্থন’ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার আশ্বাস দেন।
আদর্শিক মিত্র কিউবা: কিউবার সঙ্গে ভেনেজুয়েলার দীর্ঘদিনের গভীর রাজনৈতিক সম্পর্ক রয়েছে। কিউবার গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী মাদুরোর ব্যক্তিগত নিরাপত্তা ও কৌশলগত পরামর্শ দিয়ে থাকে। মার্কিন চাপের মুখে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল মাদুরোকে একজন ‘ঐতিহাসিক বিজয়ী’ হিসেবে অভিহিত করে সবসময় সমর্থন দিয়ে আসছেন।
অন্যান্য দেশ ও জোট: লাতিন আমেরিকার কয়েকটি বামপন্থি সরকার শাসিত দেশ যেমনÑ বলিভিয়া, নিকারাগুয়া ও হন্ডুরাস সরাসরি মাদুরোকে সমর্থন দিচ্ছে। এ ছাড়া উত্তর কোরিয়া এবং সিরিয়াও মাদুরোর সরকারকে স্বীকৃতি দিয়েছে। ব্রাজিল ও প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা বর্তমানে সরাসরি সামরিক সহায়তা না দিলেও কূটনৈতিক সুরক্ষাকবচ হিসেবে কাজ করছেন। লুলা ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন ও সংলাপে গুরুত্ব দিয়েছেন। তবে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে মাদুরোর ওপর চাপও বজায় রেখেছেন, যাতে একটি আঞ্চলিক ভারসাম্য বজায় থাকে এবং সংঘাত এড়ানো যায়।
এখন দেখার বিষয়, এসব মিত্রের সমর্থন ও সহায়তায় মার্কিন সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে কীভাবে লড়াই করে টিকে থাকে ভেনেজুয়েলা।
সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স, বিবিসি, আল জাজিরা ও সিএনএন

Side banner