দেবহাটায় ১৭ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) উপজেলা সেমিনার কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ।
উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইনের পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা নাজমুস শাহাদাত নফর বিশ্বাস, সমাজসেবা দপ্তরের সুপারভাইজার মঈনুল ইসলাম, কম্পিউটর অপরেটর রিফাত খাতুন সহ বিভিন্ন ইউনিয়নের উপকার ভোগীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :