কুমিল্লা জেলার তিতাস উপজেলা ৬নং ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদগা মাঠে তিনটি গ্রামের সমন্বয়ে বিশাল জামায়াতের সাথে ঈদুল ফিতর নামায আদায় করা হয়েছে।
এসময় দুলারামপুর ঈদগায় ঈদুল ফিতর নামায আদায় করেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মোল্লা, তারই সুযোগ্য সন্তান মো. মোহাম্মদ আলী ও মো. এসহাক মোল্লা জুয়েল এবং তিনটি গ্রামের ধর্মপ্রাণ মানুষ। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮:৩০ মিনিটে দুলারামপুর স্কুল ঈদগা মাঠে ঈদুল ফিতরের নামায আদায় করা হয়।
৩০টি রোযা শেষে ঈদুল ফিতর নামায আদায় করে এলাকার মুসুল্লিগণ। দীর্ঘ বছর ধরে দুলারামপুর, মানিককান্দি ও হাইধনকান্দি গ্রামের মানুষ একসাথে ঈদুল ফিতর নামায আদায় করে আসছে।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ঈদুল ফিতরের নামায সমাপ্তি করলেন হযরত মাওলানা মোহাম্মদ মোস্তফা কামাল।








































আপনার মতামত লিখুন :