Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
পাল্টাপাল্টি মিছিল সমাবেশ

দুমকি জনতা কলেজে ছাত্রলীগের কমিটি গঠন


দৈনিক পরিবার | জাকির হোসেন জুন ২৪, ২০২৪, ০২:৪৮ পিএম দুমকি জনতা কলেজে ছাত্রলীগের কমিটি গঠন

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার প্রাণকেন্দ্রে সরকারি জনতা কলেজ ছাত্রলীগের নতুন কমিটি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।
সোমবার (২৪ জুন) বেলা ১১টায় জনতা কলেজ প্রাঙ্গণ থেকে ছাত্রলীগের নতুন কমিটির সহ সভাপতি আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সুধা, সাংগঠনিক সম্পাদক আবু নাঈম এর নেতৃত্বে শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা মিছিল করে। পরে তারা জানান, নতুন কমিটি মেনে নেয়নি। এরা নাঈম, রিমন, হাসান, আজিজুল, নাইম, সায়েম এদেরকে সমর্থন করে সরকারি জনতা কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে দুমকির নতুন বাজার, বিশ্ববিদ্যালয়, বাজার, থানাব্রীজ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মাধ্যমে মিছিল করে। টান টান উত্তেজনায় বিভিন্ন স্থানে দুমকি থানা, পুলিশ মোতায়েন করেছে।
অন্যদিকে দেড় ঘণ্টা পরে নতুন কমিটির সভাপতি সানাউল্লাহ হিরা (লেবুখালী), সাধারণ সম্পাদক মো. মইন সিকদারের নেতৃত্বে কয়েকজনকে নিয়ে পাল্টা মিছিল করে। দুমকি সরকারি জনতা কলেজের ছাত্রলীগের নতুন কমিটিকে কেন্দ্র করে পাল্টা মিছিল হওয়ায় টান টান উত্তেজনা বিরাজ করছে।

Side banner