Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রাম পৌরসভার মানবিক মেয়র কাজিউল ইসলাম


দৈনিক পরিবার | মোঃ রফিকুল ইসলাম এপ্রিল ৩, ২০২৪, ০৪:৫৬ পিএম কুড়িগ্রাম পৌরসভার মানবিক মেয়র কাজিউল ইসলাম

কুড়িগ্রাম জেলায় বর্তমানে ৭৩টি ইউনিয়ন ও তিনটি পৌরসভা রয়েছে। নাগেশ্বরী পৌরসভা, উলিপুর পৌরসভা ও কুড়িগ্রাম পৌরসভা। এই তিনটি পৌরসভার মধ্যে নাগরিকদের সার্বক্ষণিক সেবা দিয়ে সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছেন। কুড়িগ্রাম পৌরসভার পৌর মেয়র জননেতা মোঃ কাজিউল ইসলাম। তিনি সাধারণ জনগণের কাছে একজন মানবিক পৌর মেয়র হিসেবে পরিচিতি অর্জন করেছে। সবার অভিমত সুখে দুঃখে যাকে পাই সে যে মোদের কাজিউল ভাই। ইতোপূর্বে বর্তমান পৌর মেয়র কাজিউল ইসলাম কুড়িগ্রাম পৌরসভার চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন। লোভ লালসা সবকিছুর উর্দ্ধে মানবিক সেবা কার্যক্রম, যা তিনি সবসময় করে আসছেন। প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিশু ভাতা থেকে শুরু করে অন্যান্য সব ধরণের সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে কুড়িগ্রাম পৌরসভা সত্যিকারের একটি সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে সব মহলে সমাদিত। করোনাজনিত কারণে সারা পৃথিবীর ন্যায় কুড়িগ্রাম জেলায় যে অর্থনৈতিক বিপর্যয় তৈরি হয়েছিল ওই সময়ে কুড়িগ্রাম পৌরসভার মেয়র হিসেবে মোঃ কাজিউল ইসলাম তার যথাযথ দায়িত্ব সুনামের সাথে পালন করে প্রশংসা অর্জন করে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে পৃথিবীতে একটা অর্থনৈতিক বিপর্যয় দেখা দেয়ায় দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে কুড়িগ্রাম পৌরসভার আওতায় উন্নয়ন কাজ বাস্তবায়নে অনেকটা সংকটের দেখা দিলেও সাম্প্রতিক সময়ে কুড়িগ্রাম পৌরসভায় বিভিন্ন দাতা সংস্থার এবং সরকারের নিজস্ব তহবিল থেকে সড়ক যোগাযোগ থেকে শুরু করে বিভিন্ন সংস্কার কাজ সুন্দর ভাবে বাস্তবায়িত হচ্ছে। কুড়িগ্রাম পৌরসভার নিম বাগান গোরস্থান পাড়ার ঢালাই রাস্তার কাজ সুন্দর ভাবে বাস্তবায়ন করা হয়েছে। অনুরূপ ভাবে অন্যান্য ওয়ার্ডগুলোতেও ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে। তার পিতার নামে প্রতিষ্ঠিত একটি ফাউন্ডেশনের নামে প্রত্যেক ঈদে অসহায় দুঃস্থ মানুষকে সহায়তা করা হচ্ছে। ইতোমধ্যে বর্তমান পৌর মেয়র এর আন্তরিক প্রচেষ্টায় গড়ে ওঠা নগর স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া হচ্ছে। বিনামূল্যে কুড়িগ্রাম পৌরসভার নাগরিকরা স্বাস্থ্যসেবা পাচ্ছে। যা বর্তমান পৌর মেয়র কাজিউল ইসলামের উন্নয়নের অনন্য নজির। বিভিন্ন বিষয় নিয়ে কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম জানায়, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দুঃস্থ অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পরিবার প্রতি ১০ কেজি করে চাল সুষ্ঠু ভাবে বিতরণের জন্য যথাযথ প্রক্রিয়ায় তালিকা করা হয়েছে। সবার সহযোগিতায় বিতরণ কার্যক্রম শুরু করা হবে। সাধারণ মানুষকে সেবা দিয়ে সত্যিকারের প্রতিনিধি হিসেবে সবার আস্তা অর্জন করতে চাই।

Side banner