চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ২ কোটি ৫ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে দুটি উন্নয়ন মুলক কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে চরমোহনপুর ও টিকরামপুরে কাজ দুটির উদ্বোধন করেন মেয়র মোখলেসুর রহমান।
পৌরসভা জানিয়েছ, কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকোভারি প্রজেক্টের আওতায় ২ কোটি ৫ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে দুটি ড্রেনের কাজ করা হবে। এরমধ্যে ১১১০ মিটার দৈর্ঘ্যের চরমোহনপুর চকপাড়ার ইব্রাহিমের বাড়ি থেকে ফরিদের বাড়ি পর্যন্ত আরসিসি ড্রেন ও টিকরামপুর মাদ্রাসা মোড় থেকে রেহাইচর ব্যাংঙপাড়া মোড় পর্যন্ত আরসিসি কভার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, ১২নং ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহীম আলী, ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোহা. আব্দুল খালেক, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুস সামাদ বকুল, জেলা আওয়ামী লীগের দপ্তর ও প্রচার সম্পাদক আরিফুর রেজা ইমন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দসহ অন্যরা।
আপনার মতামত লিখুন :