Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

রাউজানে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপিত


দৈনিক পরিবার | রয়েল দত্ত জুন ২, ২০২৪, ০৯:১৫ পিএম রাউজানে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপিত

দক্ষিণ রাউজানের নোয়াপাড়ায় শ্রী শ্রী লোকনাথ মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে কবিরাজ দুলাল বৈদ্যর বাড়ির মন্দির প্রাঙ্গণে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী ত্রিকালদর্শী মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৪তম তিরোধান দিবস উদযাপিত হয়েছে।
প্রদীপ প্রজ্জ্বলন, প্রার্থনা, চন্ডী পাঠ, গীতা পাঠ, ঠাকুরের গ্রন্থাদি পাঠ, পূজা, আরতি, প্রসাদ বিতরণ সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে এই তিরোধাম দিবস। উৎসব প্রাঙ্গণে সরেজমিনে গিয়ে দেখা যায় মন্ডপে নারী, শিশু সহ প্রচুর ভক্তের ভিড়।
উল্লেখ্য যে, ১২৯৭ বাংলার এমন দিনে বেলা (১১.৪০) মিনিটে শিবকল্প মহাযোগী ত্রিকালোদর্শী পুর্ণব্রহ্ম শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবারমানব দেহ ছেড়ে সুর্য্যলোকে গমন করেন বলে ভক্তরা বিশ্বাস করেন।

Side banner