Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বাউফলে ৯ বছরের শিশুকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার এপ্রিল ৬, ২০২৫, ০৪:৩২ এএম বাউফলে ৯ বছরের শিশুকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

পটুয়াখালীর বাউফলে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সালাম খন্দকার নামে (৫৫) এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) ভুক্তভোগীর বাবা বাউফল থানায় অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে আটক করেছে।
জানা গেছে, ভুক্তভোগীর পরিবার শনিবার (৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে বেড়াতে চলে যায়, এবং শিশুটি বাড়ির সামনে খেলছিল। এসময় শিশুটিকে প্রলোভন দিয়ে বাড়ির পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে সালাম খন্দকার (৫৫) তাকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে স্থানীয় একজন ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হন এবং উলঙ্গ অবস্থায় তাদের দেখতে পান। এরপর, শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে পুরো ঘটনা খুলে বলে। পরে শিশুটির বাবা বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযুক্ত সালাম খন্দকারকে আটক করেছে। তাকে আজ (৬ এপ্রিল) আদালতে পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এছাড়াও, পুলিশ জানায় যে, এই ধর্ষণ ঘটনা সম্পর্কে বিস্তারিত তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।

Side banner