Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৭ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

বোরহানউদ্দিনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ সভা


দৈনিক পরিবার | আরিফ পণ্ডিত এপ্রিল ২৯, ২০২৪, ০৭:০০ পিএম বোরহানউদ্দিনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ সভা

ভোলার বোরহানউদ্দিনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বোরহানউদ্দিন উপজেলা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান। সভায় বক্তৃতা করেন যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, টবগী ইউনিয়নের চেয়ারম্যান মো. জসিমউদ্দিন হাওলাদার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সোহেল, কাচিয়া-টবগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াজ উদ্দিন শাহিন, বোরহানউদ্দিন কুতুবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার, বোরহানউদ্দিন পৌরসভার প্রতিনিধি মো. ইউসুফ আলী, স্থানীয় বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরিফ পণ্ডিত, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক এএসটি আক্তার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সর্বজনীন পেনশন স্কিম বাংলাদেশের সব নাগরিকের টেকসই ভবিষ্যৎ আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ইচ্ছা ও তার দূরদর্শী নেতৃত্বের বহিঃপ্রকাশ। এ স্কিমের মাধ্যমে নির্ভরশীল মানুষের সংখ্যা কমবে। পেনশনের আওতার লোকজন অন্যের কিংবা পরিবারের বোঝা হয়ে থাকবে না। রাষ্ট্র পরিচালিত এ স্কিম সর্বোচ্চ নিরাপদ উল্লেখ করে তাঁরা সবাইকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় যে ৪টি স্কিমে সর্বশ্রেণি পেশার লোকজনের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।

Side banner