Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২
জিপিএ ফাইভ ৫৪ জন

বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাসস


দৈনিক পরিবার | ফয়সল আহমেদ খান মে ১২, ২০২৪, ১১:১০ পিএম বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট  উচ্চ বিদ্যালয়ে শতভাগ পাসস

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২৪ এসএসসি পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে। জিপিএ ফাইভ পেয়েছে ৫৪ জন। যা উপজেলায় সেরা ফলাফল। প্রতিষ্ঠানটি থেকে এ বছর ১২৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল।
রোববার (১২ মে) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছে। হই-হুল্লোড় করে মাতিয়ে তুলেছে তারা। শিক্ষার্থীদের সাফল্যে স্কুলের শিক্ষক এবং অভিভাবকরাও খুশি।
শিক্ষার্থীরা বলেন, অনেক চেষ্টা করেছি। বাবা-মায়ের দোয়া ছিল, শিক্ষকরা অনেক আন্তরিকতার সঙ্গে ক্লাস নিয়েছেন, পাঠদান করেছেন। আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগছে। বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি।
স্কুলের প্রধান শিক্ষক আতিকুর রহমান বলেন, সাম্প্রতিককালে গৃহীত বিশেষ একাডেমিক ও সহপাঠ্যক্রমিক কার্যক্রম, পাঠদানের সুশৃঙ্খল নীতিমালা, নিয়মিত শ্রেণি পাঠদানের পাশাপাশি তুলনামূলক দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত শ্রেণি পাঠদান, ছাত্রদের পাঠোন্নতির নিয়মিত মনিটরিং ইত্যাদি বিষয় এ বছরের প্রশংসনীয় ফলাফল অর্জনে সহায়ক হয়েছে।
এছাড়া শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টা ও উন্নত শ্রেণিপাঠদান, অভিভাবকদের সচেতনতা ও তত্ত্বাবধান এবং সর্বোপরি ছাত্রছাত্রীদের একনিষ্ঠ অধ্যয়নে ভালো ফলাফল করা সম্ভব হয়েছে।

Side banner