ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২৪ এসএসসি পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে। জিপিএ ফাইভ পেয়েছে ৫৪ জন। যা উপজেলায় সেরা ফলাফল। প্রতিষ্ঠানটি থেকে এ বছর ১২৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল।
রোববার (১২ মে) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা বাঁধভাঙা উল্লাসে মেতে উঠেছে। হই-হুল্লোড় করে মাতিয়ে তুলেছে তারা। শিক্ষার্থীদের সাফল্যে স্কুলের শিক্ষক এবং অভিভাবকরাও খুশি।
শিক্ষার্থীরা বলেন, অনেক চেষ্টা করেছি। বাবা-মায়ের দোয়া ছিল, শিক্ষকরা অনেক আন্তরিকতার সঙ্গে ক্লাস নিয়েছেন, পাঠদান করেছেন। আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগছে। বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি।
স্কুলের প্রধান শিক্ষক আতিকুর রহমান বলেন, সাম্প্রতিককালে গৃহীত বিশেষ একাডেমিক ও সহপাঠ্যক্রমিক কার্যক্রম, পাঠদানের সুশৃঙ্খল নীতিমালা, নিয়মিত শ্রেণি পাঠদানের পাশাপাশি তুলনামূলক দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত শ্রেণি পাঠদান, ছাত্রদের পাঠোন্নতির নিয়মিত মনিটরিং ইত্যাদি বিষয় এ বছরের প্রশংসনীয় ফলাফল অর্জনে সহায়ক হয়েছে।
এছাড়া শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টা ও উন্নত শ্রেণিপাঠদান, অভিভাবকদের সচেতনতা ও তত্ত্বাবধান এবং সর্বোপরি ছাত্রছাত্রীদের একনিষ্ঠ অধ্যয়নে ভালো ফলাফল করা সম্ভব হয়েছে।
আপনার মতামত লিখুন :