দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১ জুলাই) সকাল ১১ টায় বীরগঞ্জ উপজেলা অফিসার্স হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা, কেক কাটা এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল গফুর, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক যুগান্তর বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি দৈনিক করতোয়া পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মীর কাশেম লালু, দৈনিক খোলা কাগজ পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি হাসান জুয়েল, বীরগঞ্জ মডেল প্রেসক্লাব সভাপতি দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি উত্তম শর্মা, দৈনিক সমাচার পত্রিকা বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো জাহিদুল ইসলাম জাহিদ, দৈনিক বাংলাদেশ বুলেটিন বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. আরিফ ইসলাম, দৈনিক দেশের কণ্ঠ পত্রিকা বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক, দৈনিক কালবেলা বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. ফরহাত হোসেন, দৈনিক সকালের বানী পত্রিকার উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ ও কালের কণ্ঠ শুভসংঘ সকল স্বেচ্ছাসেবী সদস্য উপস্থিত ছিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব মো. মাহাবুবুর রহমান আঙ্গুর। বীরগঞ্জ ঝাড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ও বীরগঞ্জ উপজেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মো. মতিউল ইসলামকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি গণমাধ্যম যখন সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে, তখন তা সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। কালের কণ্ঠ মাল্টিমিডিয়া সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, তরুণ উদ্যোক্তা ও সকল শ্রেণিপেশার মানুষের কাছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি সোহেল আহম্মেদ সবার কাছে দোয়া প্রত্যাশা করে অনুষ্ঠান সমাপ্তি করেন ।
আপনার মতামত লিখুন :