Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
পাবনায়

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন


দৈনিক পরিবার | মো. নুরুন্নবী জুন ২৩, ২০২৫, ১০:৪৮ পিএম সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন

এটিএন বাংলার পাবনা জেলা প্রতিনিধি মোবারক বিশ্বাসের মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) পাবনা জেলা শাখার উদ্যোগে সোমবার (২৩ জুন) সকাল ১১টায় আব্দুল হামিদ রোডের সাংস্কৃতিক চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন পাবনা জেলা শাখার সভাপতি ও দৈনিক খবর বাংলার সম্পাদক আলহাজ্ব ডাঃ আব্দুস সালাম, সহ-সভাপতি ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি খালেকুজ্জান পান্নু, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার সভাপতি ও দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মেরিট, মোহনা টিভির জেলা প্রতিনিধি হুজ্জাতুল্লাহ হীরা, রাজধানী টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আতাইকুলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, সাপ্তাহিক প্রথম সকাল সম্পাদক রায়হানুল ইসলাম মিঠু, দৈনিক বাংলার খবর প্রতিদিন স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মোমিন, দৈনিক খবর বাংলার স্টাফ রিপোর্টার আনিসুর রহমান আকাশ ও সাংবাদিক মোবারক বিশ্বাসের সহধর্মিণী কানিজ ফাতেমা। 
বক্তারা মোবারক বিশ্বাসের বিরুদ্ধে দায়েরকৃত মামলা গুলোকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা বলে আখ্যায়িত করেন। তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবি জানান।
মানব বন্ধনে দৈনিক মুক্ত খবর স্টাফ রিপোর্টার শামীম আহম্মেদ, দৈনিক ভোরের দর্পণ জেলা প্রতিনিধি হুমায়ুন রাশেদ, দৈনিক প্রভাতী বাংলাদেশ জেলা প্রতিনিধি আসির ফয়সাল, দৈনিক পাবনার আলো স্টাফ রিপোর্টার সিয়াম উদ্দিন, দৈনিক খবর বাংলার স্টাফ রিপোর্টার মিকাইল ইসলাম, দৈনিক উন্নয়নের কথা’র ভ্রাম্যমাণ প্রতিনিধি আকিব হাসানসহ বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

Side banner