‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ এই স্লোগানকে সামনে নিয়ে সারা দেশে ২০২৫ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৬৪ জেলায় সংবর্ধনা দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় গাইবান্ধায় শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠান শনিবার সকালে গাইবান্ধা জেলা স্টেডিয়াম চত্বরে অবস্থিত ‘ইনডোর স্টেডিয়াম’ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে ৯৫০ জন শিক্ষার্থী নিবন্ধন করে অংশ নেন। শুরুতে জাতীয় সংগীত পরিবেশিত হয়। এরপর সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শিখো-প্রথম আলোর থিম সং পরিবেশন করেন দলীয় নৃত্যশিল্পীরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি শাহাবুল শাহীন তোতা। তিনি প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের লেখা চিঠি পড়ে শোনান।
অতিথি হিসেবে বক্তব্য দেন, গাইবান্ধা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. শামছুল হক, ২০২৪ সালে রোকেয়া পদক প্রতিযোগিতায় সফল জননী নারী ক্যাটাগাড়িতে জেলার শ্রেষ্ঠ রাবেয়া খাতুন, প্রথম আলোর রাজশাহী কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহাম্মদ আজাদ, শিখোর পক্ষে মেন্টর সৌরভ সাহা, অভিভাবকের পক্ষে সাবাকাত হোসেন, কৃতী শিক্ষার্থীদের পক্ষে তাসনিম সুলতানা, ফারজানা মাহজাবিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা বন্ধুসভার সহসভাপতি মেহেদী হাসান ও যুগ্ম সাধারন সম্পাদক জান্নাতুল ফেরদৌসী। সবশেষে কুইজ বিজয়ী ১০ জনকে বই উপহার তুলে দেন অতিথিবৃন্দ।
প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৫।
আয়োজনটি পাওয়ার্ড বাই কনকা–গ্রি এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, আকিজ টেলিকম লিমিটেড, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
আপনার মতামত লিখুন :