Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফেনী ইউনির্ভাসিটির ভিসির পদত্যাগ


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার আগস্ট ২১, ২০২৫, ১১:১৮ এএম শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফেনী ইউনির্ভাসিটির ভিসির পদত্যাগ

ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল রাতে ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের কাছে পদত্যাগপত্র দেন তিনি। 
প্রফেসর ড.এম জামালউদ্দীন আহমদ বলেন, আমি ব্যক্তিগত কারণে এ সিদ্ধান্ত নিয়েছি। এখানে শিক্ষার্থীদের আন্দোলন বা কোনো চাপ নেই। 
জানা গেছে, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, উপাচার্যের পদত্যাগ, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের পরিবর্তন, নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, মুট কোর্ট রুম স্থাপন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় জরিমানা বন্ধ ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে এ আন্দোলন করছেন তারা। 
এর আগে গত সোমবার (১৮ আগস্ট) থেকে স্থায়ী ক্যাম্পাসসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টা থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন।

Side banner