শিক্ষা জীবনের প্রতিটি ধাপে মেধার স্বাক্ষর রাখা ব্যক্তিত্ব খন্দকার নিজামুল হক এবার তার কর্মক্ষেত্রেও শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন।
এম.এ. খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এই সহকারী শিক্ষক জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ কাশিয়ানী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন।
নিজ এলাকা থেকে এসএসসি, ঢাকার ঐতিহ্যবাহী নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা (বিএসসি ও এমএসসি) সম্পন্ন করা এই গুণী শিক্ষক তার আধুনিক পাঠদান পদ্ধতির জন্য শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
তার এই অর্জনে কাশিয়ানীর শিক্ষা পরিবার গর্বিত। তাকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষক সমিতি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।








































আপনার মতামত লিখুন :