Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

নাটোরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ দুজন নিহত


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার আগস্ট ২৪, ২০২৫, ১০:০৭ এএম নাটোরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ দুজন নিহত

নাটোর-সিংড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ভ্যানচালক মোজাম্মেল হক (৪৫) ও আকতার হোসেন (৫০)। শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল হক সিংড়া উপজেলার বারুইহাটি গ্রামের খইরুদ্দিনের ছেলে এবং আকতার একই গ্রামের তাহেরের ছেলে।
নিহতের স্বজনরা জানান, রাতে টেক্সটাইল মিলে যাত্রী নামিয়ে নিজ বাড়ি ফিরছিলেন মোজাম্মেল। খেজুরতলা এলাকায় পৌঁছালে দ্রুতগামী কোনো যানবাহনের ধাক্কায় তারা গুরুতর আহত হন। স্থানীয়দের খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন বলেন, তাদের আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। বাস অথবা দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কোন যানবাহনের ধাক্কায় তারা নিহত হয়েছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Side banner