Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ২৪, ২০২৫, ১২:২৬ পিএম পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীরা হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার সময় দু’টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে নিরাপত্তা বাহিনী দ্রুত এলাকা ঘিরে ফেলে পাল্টা অভিযান শুরু করেছে। 
সোমবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এদিকে পাকিস্তানের দ্য ডন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, পেশোয়ারে ফেডারেল কনস্ট্যাবুলারি (এফসি)-এর সদর দপ্তরে সোমবার এই হামলার ঘটনা ঘটে। সিনিয়র পুলিশ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ড. মিয়াঁ সাঈদ আহমদ ডন’কে বলেন, “এফসি সদর দপ্তর হামলার মুখে পড়েছে। আমরা পাল্টা ব্যবস্থা নিচ্ছি এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে।”
মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, হামলার সময় এলাকায় দু’টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে, বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশে। ২০২২ সালের নভেম্বরে সরকারের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পুনরায় নিরাপত্তা বাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যদের ওপর হামলার হুমকি দেওয়ার পর এ ধরনের হামলা আরও বেড়ে যায়।
এর আগে গত সেপ্টেম্বরে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় এফসি সদর দপ্তরে হামলার চেষ্টা চালানো হলেও সেনাবাহিনী তা প্রতিহত করে। এ সময় ছয়জন সেনা সদস্য নিহত হন এবং পাঁচজন হামলাকারীও মারা যায়।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল, ভারতের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী ‘ফিতনা-আল-খারিজ’ ওই হামলা চালায়। নিষিদ্ধঘোষিত টিটিপির সন্ত্রাসীদের বোঝাতে ‘ফিতনা-আল-খারিজ’ শব্দটি ব্যবহার করে পাকিস্তান সরকার।

Side banner