স্ত্রীর নির্যাতন মামলায় আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুফতি মামুনুর রশিদ কাসেমীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক কাসেমীকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকার আটিবাজারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কেরানীগঞ্জ থানা পুলিশ জানায়, নারী নির্যাতন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার কাসেমীর স্ত্রী কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছিলেন। গ্রেপ্তারের পর কাসেমীকে কেরানীগঞ্জ থানা পুলিশ হেফাজত থেকে আদালতে পাঠানো হয়েছে।








































আপনার মতামত লিখুন :