Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

নিকারাগুয়ার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ১৮, ২০২৫, ১২:১০ পিএম নিকারাগুয়ার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

নিকারাগুয়ার অভিবাসনপ্রত্যাশীদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে সহযোগিতা করার অভিযোগে দেশটির সরকারের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মধ্য আমেরিকার দেশটির সরকারি-বেসরকারি পরিবহন কোম্পানি, ট্রাভেল এজেন্সি এবং ট্যুর অপারেটরদেরও আনা হয়েছে এ নিষেধাজ্ঞার আওতায়।
আমেরিকা অঞ্চলের দেশ হওয়ায় এতদিন নিকারাগুয়া যুক্তরাষ্ট্রের অস্থায়ী সুরক্ষামূলক মর্যাদা ভোগ করত। ভিসা নিষেধাজ্ঞা জারির পাশাপাশি সেই মর্যাদাও বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের তদন্তে দেখা গেছে যে নিকারাগুয়ার অভিবাসনপ্রত্যাশীদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাচারে যেসব ব্যক্তি ও সংস্থা সহযোগিতা করছে, তাদের বেশিরভাগই নিকারাগুয়ায় ক্ষমতাসীন স্বৈরতান্ত্রিক শাসকগোষ্ঠীর প্রতি অনুগত এবং তাদের অনুমোদনপ্রাপ্ত।”
“যে কোনো দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য অবৈধ অভিবাসন একটি হুমকি। যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং নথিবিহীন অভিবাসীদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করছে। সেই অভিযানের অংশ হিসেবেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।”
প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। তারপর গত ১০ মাসে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজার হাজার নথিবিহীন অভিবাসীকে আটক করছে কাস্টমস পুলিশ, আধাসামরিক বাহিনী ও পুলিশ সদস্যদের যৌথ বাহিনী। এই অভিবাসীদের মধ্যে কয়েক হাজার জনকে তাদের নিজ দেশে ফেরতও পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
সূত্র : এএফপি

Side banner