যশোরের ঝিকরগাছা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: রনী খাতুনের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন। তিনি সাংবাদিকদের সঙ্গে পরিচিতি বিনিময় করে উপজেলার উন্নয়ন, সেবা কার্যক্রম ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল আহমেদ।
সভায় ইউএনও বলেন, উপজেলার সামগ্রিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা সমাজের আয়না হিসেবে কাজ করেন। তাই উন্নয়ন কর্মকাণ্ডে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা অপরিহার্য।
এ সময় ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








































আপনার মতামত লিখুন :