জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ আসামিদের রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় যেমন কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে, তেমনি সারাদেশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবারও আদালত এলাকায় সেনা মোতায়েন করা হয়েছিল।
সোমবার (১৭ নভেম্বর) একই মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রংপুরের কাউনিয়ায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থান বজায় রেখেছে। কাউনিয়া থানা পুলিশের এসআই মনিবুল বলেন, ওসি আব্দুল লতিফ শাহ স্যারের নির্দেশে উপজেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চেকপোস্ট স্থাপনসহ টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।
তিনি আরও জানান, রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যদি কোনো ধরনের নাশকতা বা সহিংস কর্মকাণ্ডের চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








































আপনার মতামত লিখুন :