পাথরঘাটায় আইন-শৃঙ্খলা রক্ষা ও যানবাহন নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনী ও পাথরঘাটা থানা পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর চেকপোস্ট পরিচালিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পাথরঘাটা তালতলা গোলচত্বর ও সদর বাসস্ট্যান্ড এলাকায় এ চেকপোস্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কমান্ডার বায়েজিদ হোসেন (এস) বিএন (পি নং ২৮৪৭)।
অভিযান চলাকালীন মোট ১৬০টি যানবাহন তল্লাশি করা হয়, যার মধ্যে মোটরসাইকেল ১২০টি, ইজিবাইক ১০টি, মাইক্রোবাস ৫টি, বাস ১০টি, ট্রাক ৫টি এবং মাহিন্দ্র ১০টি ছিল।
যানবাহনের কাগজপত্র যাচাই ও ট্রাফিক আইন অমান্যের দায়ে মোট ১৩টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে মোটরসাইকেলের বিরুদ্ধে ১০টি ও ট্রাকের বিরুদ্ধে ৩টি মামলা করা হয়।
এই মামলাগুলোর বিপরীতে মোট ৩৯,০০০ টাকা (উনচল্লিশ হাজার টাকা মাত্র) জরিমানা আদায় করা হয়।
চেকপোস্ট চলাকালীন সময়ে নৌবাহিনী ও পুলিশের সদস্যরা পথচারী ও চালকদের মধ্যে সচেতনতামূলক বার্তাও প্রদান করেন। তারা জানান, এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে, যাতে যান চলাচলে শৃঙ্খলা বজায় থাকে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব হয়।
স্থানীয়রা জানান, যৌথবাহিনীর এ ধরনের উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফিরে এসেছে এবং অবৈধ যান চলাচল অনেকটা কমেছে।








































আপনার মতামত লিখুন :